উত্তরদিনাজপুর

ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধোর, ঘটনায় অভিযুক্ত তৃণমূল

ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধোর করে তেজপাতা বাগানে ফেলে চলে যায় দুষ্কৃতিরা। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায়। 

জানা যায়, গ্রাম পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রুকসানা বেগমের স্বামী তাহেরুল ইসলাম শনিবার রাতে বাড়ির সামনে থেকে কিছু দুষ্কৃতি তাকে চোখ মুখ ঢেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর বাড়ির কিছু দূরে থাকা একটি তেজপাতা বাগানে নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধোর করে দুষ্কৃতিরা। ঘটনাস্থলে অজ্ঞান অবস্থায় পরে থাকে তাহেরুল। দুস্কৃতিরা তাহেরুলকে মৃত ভেবে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তাহেরুলের জ্ঞান ফিরলে সে পরিবারের সদস্যদের ফোন করে। পরিবারের লোকেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।

চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রমজ জানিয়েছেন, এই ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করেন তিনি।

যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জাভেদ আকতার নামে এক তৃণমূল নেতা বলেন, অরা ভোট কিনতে এসেছিল। তারা দেখতে পেয়ে ধরে ফেলেন, একটু গালাগালি দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কোন মারধরের ঘটনা ঘটেনি বলে তিনি দাবী করেন।